বৃষ্টির ইতি, মেঘলা আবহাওয়া কাটিয়ে রোদের মুখ দেখবে রাজ্য
গতরাতে ঘনকুয়াশার চাদরে ঢেকেছিল কলকাতার বিক্ষিপ্ত অংশ। বৃহস্পতিবার গভীর রাতে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শুরু করে বাইপাস বরাবর চিংড়িঘাটা সাইন্সসিটি মা ফ্লাইওভার রুবি মোড় পাটুলি-সহ বিভিন্ন এলাকায় ব্যপক কুয়াশা দেখা যায়। (ছবি- কমলাক্ষ ভট্টাচার্য)
শ্রাবন্তি সাহা: যদিও রাতের পর অবশেষে পরিস্কার আকাশের পূর্বাভাস। মেঘলা আবহাওয়া কেটে যাবে। আবহাওয়া দফতর সূত্রে খবর আজ থেকেই ফের ঝলমলে রোদের মুখ দেখবে রাজ্য।
সকালের দিকে বেশ কিছু এলাকায় কুয়াশা থাকলেও বেলা বাড়লে কুয়াশা কেটে যাবে। বলছে হাওয়া অফিস।
পশ্চিমী ঝঞ্জা সরার কারণেই আপাতত বৃষ্টিতে ইতি।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি।
হাওয়া অফিস সূত্রে খবর, এবার ধিরে ধিরে বদলাবে আবহাওয়া।