সুখবর! ই-ড্রাইভিং লাইসেন্সকে স্বীকৃতি কেন্দ্রের

Fri, 10 Aug 2018-4:24 pm,

গাড়ি চালকদের জন্য সুখবর। গাড়ি চালানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম শিথিল করছে কেন্দ্র।

তা বলে ভাববেন না, যাত্রী সুরক্ষা বা ট্রাফিক আইনের সঙ্গে আপোস করা হচ্ছে।

আসলে গাড়ি চালানোর সময় নথিপত্র বহন করার ঝঞ্ঝাট থেকে মুক্তি দিল সরকার। ডিজিলকারকে স্বীকৃতি দিল কেন্দ্র।

ফলে আপনার ডিজিলকার বা mParivahan অ্যাপে সংরক্ষিত গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের সফ্ট কপি এখন আইনিভাবে বৈধ।

সরকার জানিয়েছে, রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স-এর ই-ভার্সনকে এখন থেকে আসল বা অরিজিনাল বলেই গণ্য করা হবে।

যে কোনও সরকারি প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন, লাইসেন্স, ইনসিওরেন্স-এর সফ্ট কপিকে গ্রহণ করা হবে।

সারা ভারতে এই নিয়ম কার্যকরী হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই এই নিয়ম বিহার, মধ্যপ্রদেশ ও কর্নাটকে চালু রয়েছে।  

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তথা ডিজিটালাইজেশনকে উত্সাহ দিতেই নয়া উদ্যোগ সড়ক পরিবহন মন্ত্রকের।

কীভাবে ব্যবহার করবেন? প্রথমে আপনি ডিজিলকার অথবা mParivahan অ্যাপ ডাউনলোড করুন। তারপর আপনার আধার নম্বরের সঙ্গে সংযুক্ত করুন। এবার আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার নির্দিষ্ট স্থানে লিখে সেভ করে রাখুন।

এরফলে হাতে করে আর গুরুত্বপূর্ণ নথি সর্বক্ষণ বয়ে বেড়াতে হবে না। স্বস্তি পাবে মানুষ।

এমনকি, এখন থেকে ট্রাফিক আইন ভাঙা বা অন্য কোনও কারণে গাড়ি আটকে রাখার প্রয়োজন পড়লেও আর আসল নথি বাজেয়াপ্ত করতে হবে না। সরকারের 'বাহন' বা 'সারথি' ডেটাবেসের মাধ্যমে ই-চালান কাটা হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link