দূরত্ববিধি উড়িয়ে একাধিক দাবিতে কলকাতায় মিছিল করল SFI
মৌমিতা চক্রবর্তী: ১৫ সেপ্টেম্বর 'দাবি দিবস' পথে নামল SFI DYFI AISF AIYF AISB AIYL PSU RYF শুধু কলকাতাই নয় একাধিক জেলায় হল মিছিল।
তাঁদের দাবি ছিল NEP 2020 বাতিল করা, স্কুল কলেজের ফি কমানো, শিক্ষার জন্য স্পেশাল স্টিমুলাস প্যাকেজ, কলকাতা কর্পোরেশনে ২৬০০০ শূন্য পদে স্থায়ী নিয়োগ। মাসে ৬০০০ টাকা বেকার ভাতা চাই, ছাঁটাই রুখতে ব্যবস্থা।
এদিন কলেজ স্ট্রিট থেকে ধর্মতলায় মিছিল করে বাম ছাত্র যুবরা। শুধু কলকাতা নয়, একাধিক দাবিতে শ্রীরামপুরেও মিছিল করে SFI-DYFI
উল্লেখ্য, ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। এর আগেও আক্রান্ত হয়েছেন মহম্বদ সেলিম।
তবে এসবেও কি হুঁশ ফেরেনি? এই পরিস্থিতিতেই জমায়েতে প্রশ্ন তুলেছেন অনেকেই।