২০২১ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জরুরি ঘোষণা, বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

Wed, 11 Nov 2020-4:30 pm,

নিজস্ব প্রতিবেদন : কোভিড পরিস্থিতিতে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষা দফতরের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানান,শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও টেস্ট পরীক্ষা হবে না। সরাসরি ২০২১-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে দশম ও দ্বাদশ শ্রেণিতে পাঠরত সকল পড়ুয়া।

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে লকডাউনের জেরে বন্ধ রয়েছে স্কুল। অনলাইন ব্যবস্থার মাধ্যমে চলছে পঠনপাঠন। এই পরিস্থিতিতে আগামী বছরের যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী যারা, তাদের টেস্ট পরীক্ষার কী হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

কারণ, ইতিমধ্যেই ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে সরকার। অবশেষে আজকের ঘোষণায় ধোঁয়াশা কাটল। উল্লেখ্য, করোনার কারণে চলতি বছর কয়েকটি বিষয় বাকি থাকতেই স্থগিত হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা। 

 

প্রথমে পরে সেই বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে বলা হলেও, পরবর্তীতে বাকি পরীক্ষা বাতিল করা হয়। গড় নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link