একবার চার্জে চলবে ৩ দিন, ক্যামেরাতেও নয়া আকর্ষণ, ভারতের Nokia G20-র দাম কত জানেন?

Tue, 06 Jul 2021-7:02 am,

নিজস্ব প্রতিবেদন: Nokia প্রেমিদের জন্য সুখবর! পকেটসাধ্য দাম এবং ক্যামেরার আকর্ষণীয় ফিচার-সহ আরও একটি নয়া ফোন বাজারে আনতে চলেছে সংস্থাটি। তাদের দাবি, একবার পুরো চার্জ দিলে প্রায় তিনদিনের ব্যাটারি ব্যাকআপ দেবে এই নয়া ফোনটি। মডেলটির নাম Nokia G20।

৭ জুলাই বেলা ১২টা থেকে  Amazon-এ শুরু হচ্ছে ফোনটির প্রি-বুকিং। 5,000mAh ব্যাটারির ক্ষমতাসম্পন্ন ফোনটির সঙ্গে দেওয়া হবে ১০ ওয়াটের একটি চার্জার।

কী কী ফিচার থাকছে Nokia G20 ফোনটিতে?

জানা গিয়েছে, Nokia G20 থাকছে Android 11 ভার্সান। দু'বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছরের জন্য মাসিক সিকিউরিটি আপডেটের সুবিধা।

এছাড়া ফোনটিতে থাকছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। গ্রেসিয়ার ও নাইট দুটি রঙে পাওযা যাবে Nokia G20 এবং এতে থাকছে USB Type-C পোর্ট। 

ফোনটিতে গ্রাহকরা পাবেন ২ মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের একটি আলট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং সামনে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। 

এখন প্রশ্ন হল ফোনটির দাম কত? এই বিষয়ে সংস্থার তরফে স্পষ্ট করে কিছু বলা না হলেও, অনুমান ভারতে Nokia G20-র দাম পড়বে ১২ হাজার ৯৯৯ অর্থাৎ প্রায় ১৩ হাজার টাকা। প্রতিযোগিতার বাজারে অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে এই ফোনটি কড়া টেক্কার দেবে বলেই সংস্থার আশা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link