এবার ল্যাপটপ নিয়ে এল Nokia, প্রি-বুকিং শুরু ১৮ ডিসেম্বর থেকে
এবার ল্যাপটপের বাজারেও হানা দিল Nokia. লঞ্চ করল PureBook X14 ল্যাপটপ। ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে এই ল্যাপটপের প্রি বুকিং।
ফ্লিপকার্ট-এ পাওয়া যাবে এই ল্যাপটপ। দাম ৫৯,৯৯০ টাকা। বেশ কিছু দুর্দান্ত ফিচার্স থাকবে এই ল্যাপটপে।
8GB DDR4 RAM এবং 512GB NVMe SSD সমেত এই ল্যাপটপে i5 10th Gen কোয়াডকোর প্রসেসর থাকবে। 14 ইঞ্চি ফুল এইচডি LED ডিসপ্লে থাকবে।
১.১ কেজি হবে এই ল্যাপটেপর ওজন। থাকবে উইন্ডোজ টেন। স্লিক ডিজাইন-এর এই ল্যাপটপে থাকবে ডলবি অডিও সাপোর্ট।
1.1 Ghz টার্বো GPU-র সঙ্গে ইনট্রিগেটেড UHD 620 গ্রাফিক্স কার্ড থাকবে। আট ঘণ্টা ব্যাটারি ব্যাক-আপ পাওয়া যাবে। ৬৫ ওয়াট-এর ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।