একশো টাকার বেশি দর কমল ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের

Fri, 30 Nov 2018-6:28 pm,

৬ মাস দরবৃদ্ধির পর দাম কমল রান্নার গ্যাসের। সিলিন্ডার পিছু ৬.৫২ টাকা কমল দর।   

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দিল্লিতে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম  ৫০৭.৪২ থেকে কমে হল ৫০০.৯০ টাকা। 

চলতি বছরের জুন থেকে বাড়ছিল ভর্তুকিযুক্ত রান্না গ্যাসের দাম। গত ১ নভেম্বরে বেড়েছিল সিলিন্ডার প্রতি ২.৯৪ টাকা। 

ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কমছে ১৩৩ টাকা। দিল্লিতে দাম পড়বে ৮০৯.৫০ টাকা। 

বছরে ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। ভর্তুকির অঙ্ক পৌঁছে যায় উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।  

ডিসেম্বরে ৩০৮.৬০ টাকা ভর্তুকি পাবেন উপভোক্তারা। নভেম্বরে ব্যাঙ্কে ঢুকেছে ৪৩৩.৬৬ টাকা। 

আইওসি জানিয়েছে, আন্তজার্তিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। টাকার দামেও উন্নতি ঘটেছে। সে কারণেই কমল সিলিন্ডারের দাম।               

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link