স্বাধীনতা দিবস থেকে বারাণসীতে গঙ্গায় চলবে এই বিলাসতরী

Sun, 12 Aug 2018-9:52 pm,

১৫ অগস্ট থেকে নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে আধুনিক ক্রুজে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। 

ক্রুজটির নাম অলকানন্দ কাশী।  

 

প্রাথমিকভাবে বারাণসীর অসি ঘাট থেকে রাজঘাট পর্যন্ত চলবে এই বিলাসতরী। 

প্রায় ১২ কিলোমিটার যাত্রাপথে গঙ্গায় বিলাসতরীর সওয়ারি করতে পারবেন পর্যটকরা।

 

২০০০ স্কোয়্যার ফুটের এই বিলাসবহুল দ্বিতল এই জাহাজে  রয়েছে সবরকম অত্যাধুনিক সুযোগসুবিধা। 

আপত্কালে লাইফবোটও ও সেফটি জ্যাকেট পরিষেবাও রয়েছে।  

ক্রজ ভ্রমণে খরচ পড়বে জন পিছু ৭৫০ টাকা। 

কলকাতা থেকে ১৪০০ কিলোমিটারের যাত্রাপথ পেরিয়ে বারাণসীতে পৌঁছেছে জাহাজটি। 

নর্ডিক ক্রুজলাইন জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্টার্টআপ ইন্ডিয়া কর্মসূচিতে উত্সাহিত হয়েছে তারা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link