পাহাড়ে ব্যাপক ধসে বন্ধ সিকিম-শিলিগুড়ি জাতীয় সড়ক, নদীতে তলিয়ে নিখোঁজ ৫
টানা বৃষ্টির জেরে ভয়ঙ্কর অবস্থায় পাহাড়। একাধিক জায়গায় ধস নামায় প্রাণহানির ঘটনা ঘটেছে। নিখোঁজ হয়েছেন বহু মানুষ। সকলের খোঁজেই শুরু হয়েছে তল্লাশি। পাশাপাশি চলছে উদ্ধারকাজও।
বৃহস্পতিবার রাত ১১টায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামায় সিকিম-শিলিগুড়ির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়েছে। মল্লি বাজার লাগোয়া তিনটি এলাকায় জাতীয় সড়কে ধসের ফলে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা।
নতুন করে এই তিন জায়গায় ধস পরার ফলে জাতীয় সড়ক এই মুহূর্তে পুরোপুরিভাবে অবরুদ্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি স্বাভাবিক করতে বেশকিছুটা সময় লাগবে।
যান চলাচল স্বাভাবিক হবে কিনা সেটা নিশ্চিত করা যায়নি। যুদ্ধকালীন তৎপরতায় সাথে ধস সরানোর কাজ চলছে বলে জানান হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে মামখোলাতে রেলের টানেলের কাজ করতে গিয়ে ৮ জন ধসের কবলে পড়ে নদীতে ভেসে যায়। এদের মধ্যে এখনও পর্যন্ত ৫ জন নিখোঁজ, ২ জন গুরুতর আহত।
আহতদের সিকিমের সিংটম হাসপাতালে চিকিৎসা চলছে বলে পুলিস সূত্রে খবর। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১ ব্যক্তির। নাম- ধন সিং বাহাদুর (৩৫), যিনি নেপালের বাসিন্দা।
নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালাচ্ছে প্রশাসন। মামখোলার কাছে নাইট শিফটে রেলওয়ে প্রজেক্ট এর টানেলের কাজ করার সময় ওই এলাকায় অতিবৃষ্টির ফলে ব্যাপক ধস নামে।
মামখোলার কাছে নাইট শিফটে রেলওয়ে প্রজেক্ট এর টানেলের কাজ করার সময় ওই এলাকায় অতিবৃষ্টির ফলে ব্যাপক ধস নামে।