North India Weather: কোথাও মাইনাস তো কোথাও তীব্র শৈত্যপ্রবাহ! কনকনে শীতে কাঁপছে উত্তর ভারত...

Mon, 16 Dec 2024-6:17 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার জাঁকিয়ে শীত পড়ল দেশে। শৈত্যপ্রবাহে কাঁপছে ১৫টি রাজ্য! ডিসেম্বরের মাঝামাঝি প্রবল শৈত্যপ্রবাহ। ইতিমধ্যেই কয়েক বছরের রেকর্ড ভাঙা শীতের সাক্ষী থাকছে একাধিক শহর। 

সোমবার রাজধানী শহরের তাপমাত্রা নামল ৪.৫ ডিগ্রিতে। পরপর বেশ বয়েকদিন ধরে দিল্লির তাপমাত্রা ৫ ডিগ্রির কমে নেমে যাচ্ছে। ফলে প্রচণ্ড শীতে কাঁপতে শুরু করেছে প্রায় গোটা রাজধানী।  

সোমবার মধ্যপ্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস। শাহদল শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরপ্রদেশে অযোগ্যয় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২.৫ ডিগ্রি সেলসিয়াস। 

আগামী কয়েকদিন ধরে এই শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে। যার মধ্যে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশের পরিস্থিতি সবচেয়ে খারাপ। 

রাজস্থান ও পাঞ্জাবের কিছু জায়গায় পারদ শূন্যের নীচে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, লাদাখ, উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি, বিহার, মহারাষ্ট্রের বিদর্ভ, সৌরাষ্ট্র এবং গুজরাটের কচ্ছের বেশিরভাগ অংশে কনকনে ঠান্ডা।

কাশ্মীরের শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। হিমাচল প্রদেশের তাবোয় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১০.২ ডিগ্রি সেলসিয়াস। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link