Photos: ২০ কিলো ওজন কমালেন Kim Jong, উত্তর কোরিয়া প্রধানের চেহারা দেখে অবাক বিশ্ব
কিম জংয়ের স্থূল চেহারাই যেন তাঁর বৈশিষ্ট্য ছিল। কিন্তু বৃহস্পতিবার সেনাবাহিনীর প্যারেডে যে কিম জংকে দেখা গেল সেখানে তাঁকে চেনাই যাচ্ছে না। Image courtesy: KNCA/Reuters
উত্তর কোরিয়ার শাসক একেবারে ছিপছিপে। আগের তুলনায় অনেকটা রোগা লাগছে তাঁকে। তাঁর চুলের ধরনেও এসেছে বদল।
Image courtesy: KNCA/Reuters
মেদ ঝরিয়ে রীতিমত ঝরঝরে কিম। সেনা বাহিনীর একটি কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রধান। মেদহীন চেহারা প্রায় সকলেরই নজর কেড়েছে।গত কয়েক মাসে ২০ কেজি ওজন কমিয়েছেন কিম জং উন, এমনটাই খবর সূত্রের।
Image courtesy: KNCA/Reuters
পিয়ং ইয়ংয়ের কিম ২ সাং স্কোয়ারের অনুষ্ঠানে কিমকে দেখা গিয়েছে হালকা রঙের স্যুট পরিহিত। Image courtesy: KNCA/Reuters
অনেকের মতে তাঁর এই চেহারা তাঁর দাদু তথা উত্তর কোরিয়ার প্রাতিষ্ঠাতা কিম ইল সুংএর মত দেখতে হয়েছে। সেনাবাহিনীর অনুষ্ঠানে বক্তৃতা না দিলেও বাহিনীর উদ্দেশে হাত নেড়ে সম্মান গ্রহণ করেন তিনি। Image courtesy: KNCA/Reuters