KIFF 2024: নেতাজিতে নয় এবার ধনধান্যেই উদ্বোধন KIFF-এর, ফোকাস ফ্রান্সে...
নেতাজি ইন্দোরে নয় এ বছর উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য স্টেডিয়ামে। শুক্রবার সাংবাদিক বৈঠকে সেই কথাই ঘোষণা করা হল।
এদিন উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, এবছরের চেয়ারম্যান গৌতম ঘোষ, বীরবাহা হাঁসদা, অভিনেতা অর্জুন চক্রবর্তী, শান্তনু বসু।
৪ঠা ডিসেম্বর থেকে ১১ ই ডিসেম্বর চলবে চলচ্চিত্র উৎসব। ক্লোসিং সেরেমনি রবীন্দ্র সদনে।
৩০তম KIFF-এর অফিসিয়াল থিম গানের কনসেপ্ট মমতা বন্দ্যোপাধায়্যের লিরিক্স এবং গেয়েছেন নচিকেতা।
এবারের কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 'বেঙ্গলি প্যানোরামা' সেকশনে রয়েছে সাতখানা ছবি। সাতটা ছবিরই 'ইন্ডিয়া প্রিমিয়ার'। সত্যজিৎ রায়-এর স্মরণে বক্তৃতা দেবেন আর বালকি। এইবছরের ফোকাস দেশ ফ্রান্স। বিশেষত ফ্রেঞ্চ মহিলা ফ্লিমমেকারদের প্রাধান্য দেওয়া হবে।