লকডাউন ভেঙে টেনিস কোর্টে জোকোভিচ!
লকডাউন ভেঙে টেনিস কোর্টে নেমে পড়লেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। এই খবরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
তবে সার্বিয়াতে নয়, বর্তামানে স্পেনে রয়েছেন জোকোভিচ। সেখানেই টেনিস কোর্টে খেলতে দেখা গিয়েছে তাঁকে।
সম্প্রতি করোনা পরিস্থিতি একটু উন্নতি হওয়ায় লকডাউনে কড়াকড়ি কিছুটা শিথিল হয়েছে। পেশাদার ক্রীড়াবিদদের একা একা ট্রেনিং সেন্টারে গিয়ে অনুশীলনের অনুমতি দেয় স্প্যানিশ সরকার।
কোচের অধীনে ট্রেনিং সেন্টারে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছিল, টেনিস কোর্টে নয়। আর সেই কারণেই জোকোভিচকে নিয়ে সমালোচনা শুরু হয়।
আসলে টেনিস কোর্টে নামতে হলে অনুমতি প্রয়োজন সেটা নির্দেশিকায় স্পষ্ট বলা আছে। যদিও ওই টেনিস ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে যে তাঁরা ভুল করেই জোকোভিচকে কোর্টে নামার অনুমতি দিয়েছিলেন। করোনার মাঝে স্পেন সরকারের নিয়ম নিয়ে ওতটা ওয়াকিবহাল ছিলেন না বলেই জানা গিয়েছে।