ভারতের ‘নিষিদ্ধ’ এলাকায় প্রবেশাধিকার পেল বিদেশি পর্যটকরা, বাদ শুধু চিন ও পাকিস্তান

Sun, 25 Mar 2018-5:42 pm,

ভারতের এমন কিছু সংরক্ষিত এবং নিষিদ্ধ জায়গা রয়েছে যেখানে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি নেই। কয়েক দশক ধরে এই নিয়ম বলবত্ রয়েছে।

এ বার সেই নিয়মের বাঁধন হাল্কা করতে শুরু করল স্বরাষ্ট্র মন্ত্রক। চিন এবং পাকিস্তানের পর্যটকদের ক্ষেত্রে পুরনো নিয়মই কার্যকর থাকলেও অন্যান্য দেশের নাগরিকদের জন্য এবার শিথিল হল সেই বজ্র আঁটুনি।

অরুণাচল প্রদেশ, সিকিম এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, জম্মু ও কাশ্মীরের বেশ কিছু জায়গায় ছয় দশক ধরে বিদেশি পর্যটকদের প্রবেশাধিকার ছিল না।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, রাজ্যগুলির সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই সমস্যার সমাধান করা যাবে।

রিজিজু আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রক এ বিষয়ে রাজ্যগুলির সঙ্গে কথা বলবে। কোন কোন জায়গাগুলিকে বিদেশিদের জন্য মুক্ত করে দেওয়া হবে তা বিশদে জানানোও হবে।

হঠাত্ এমন সিদ্ধান্ত কেন? কেন্দ্রের দাবি, এই সব জায়গায় পর্যটন শিল্পকে তুলে ধরতেই এমন পদক্ষেপ করা হচ্ছে। 

১৯৫৮-র ফরেনার্স (প্রটেক্টেড এরিয়াস) অর্ডার অনুযায়ী, আন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তার জন্য এই জায়গাগুলিকে বেদেশি পর্যটকদের জন্য সংরক্ষণ এবং নিষিদ্ধ করা হয়েছে।

চলতি নিয়মে অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি নেই।

তবে, ২০১০ সালে ৩০ ডিসেম্বরে কেন্দ্রের এক নির্দেশিকায় শর্ত সাপেক্ষে এক বছরের জন্য মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডকে ছাড় দেওয়া হয়।

সূত্রের খবর, এই সব জায়গায় প্রবেশের জন্য কেন্দ্র বা রাজ্যের বিশেষ অনুমতি নিতে হবে বিদেশি পর্যটকদের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link