এবার ১০ সেকেন্ডে মোবাইল ফুল চার্জড!
স্মার্টফোন যতই স্মার্ট হোক, ফোন চার্জিং-এর ক্ষেত্রটিই সবচেয়ে বেশি মাথাব্যাথার। প্রায়শই ঠিক প্রয়োজনের সময় চোখ বোজে মোবাইল। অর্থাত্ চার্জ নেই। পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘোরা অথবা প্লাগ পয়েন্ট ফাঁকা থাকলেই বলতে হয়, দাদা একটু দেবেন! এ যেন চার্জ ভিক্ষা!
আগামী দু’বছরের মধ্যেই এমন একটি ব্যাটারি বাজারে আসতে চলেছে, যা মাত্রা ১০ সেকেন্ড ফুল চার্জ!
ঝটকা লাগল! লাগবারই কথা। হ্যাঁ মাত্র ১০ সেকেন্ডের মধ্যে এ বার আপনার স্মার্টফোন ফুল চার্জ হয়ে যাবে। গ্রাফিন জাতীয় ব্যাটারি আসতে চলেছে বাজারে।
বিজ্ঞানীদের দাবি, লিথিয়াম-ইয়ন জাতীয় ব্যাটারি থেকে কয়েক’শ গুণ তাড়াতাড়ি বিদ্যুত্ গ্রহণ করতে সক্ষম এই ব্যাটারি। লিথিয়াম-ইয়নে থাকা সিলিকন ক্যাথডের থেকে ১৪০ গুণ দ্রুত ইলেক্ট্রন নাড়াচাড়া করে এর অন্দরে। ফলে ১২ নয়, ১০ সেকেন্ডেই ঙয়ে যাবে ফুল চার্জ, এমনটাই দাবি বিভিন্ন মহলের।
স্যামসাং ইতিমধ্যে গ্রাফিন জাতীয় ব্যাটারির কাজ শুরু করে দিয়েছে। সূত্রের খবর, এই ব্যাটারি ১২ সেকেন্ডে পরিপূর্ণ চার্জ হবে।
কার্বনের প্রকারভেদ এই গ্রাফিন আমাদের নিত্য প্রয়োজনীয় একাধিক কাজে ব্যবহৃত হয়ে থাকে। ইন্টারনেটের গতি বৃদ্ধি থেকে পরিশ্রুত জল তৈরি, গ্রাফিনের বিবিধ ব্যবহার।