মিষ্টিমুখে প্রতিবাদ! CAA, NRC-র অভিনব সন্দেশ, দেখুন
প্রীতম দে: No NRC নিয়ে বিভিন্ন আন্দোলন অব্য়াহত। মিটিং, মিছিল কম হয়নি। এবার প্রতিবাদ হচ্ছে মিষ্টিমুখে।
টালিগঞ্জ ফাঁড়ির মনমোহন মিষ্টান্ন ভান্ডারে সন্দেশ, রসের মিষ্টির ওপর লেখা নোএনআরসি।
দোকানের মালিক জানাচ্ছেন, এই মিষ্টি অর্ডার এসেছে, সেই কারণেই তৈয়ারি চলছে।
তবে নির্দল দোকানের বিক্রেতা। জানালেন, কোনও দলেরই মতাদর্শে বিশ্বাসী নন।
তবে এসবের মধ্যেই একাধিক অর্ডার আসছে। অর্ডার এসেছে উত্তরবঙ্গ থেকেও।