Nusrat Jahan-Yash Dasgupta: হাতির পিঠে চেপে পশুপ্রেমীদের কটাক্ষের মুখে যশ-নুসরত
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: থাইল্যান্ডে ছুটির মুডে তারকা দম্পতি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। কখনও সমুদ্রের পাড়ে কখনও আবার বাঘের সঙ্গে মজায় মেতেছেন তাঁরা।
বেশ কয়েকদিন ধরেই সমুদ্র সৈকতের একাধিক ছবি পোস্ট করেছেন নুসরত, তা নিয়েও বিতর্কও কম হয়নি। এবার চিতাবাঘের সঙ্গে ছবি শেয়ার করলেন নুসরত।
তিনি একা নন, চিতা বাঘের পিঠে হাত রেখে দুঃসাহসিক ছবি পোস্ট করেছেন যশ।
শুধু বাঘ নয়, হাতির পিঠেও চেপে ঘুরে বেড়াতে দেখা গেল যশ ও নুসরতকে।
হাতির পিঠে চেপেই পশুপ্রেমীদের কটাক্ষের মুখে পড়েন দুই তারকা, অনেকেই লেখেন, ‘অবলা জীবের পিঠে চেপে কী মজা পান!’
তবে কটাক্ষ, বিতর্ক যাই হোক, বেড়াতে গিয়ে যে চুটিয়ে মজা করছেন তারকা দম্পতি, তা ছবি দেখেই অনুমান করা যাচ্ছে।