নুসরত-নিখিলের রিসেপশনের মেনুতে কী কী ছিল? দেখে নিন...
ছিল শাম্মি কাবাব, গলোটি কাবাব, দহি কাবাব।
ছিল পরাঠা।
ছিল ডাল বুখারা।
ছিল চিংড়ি মাছের মালাইকারি।
ছিল মটন কষা।
ছিল মেটিয়াব্রুজের বিরিয়ানি।
ছিল নবরত্ন কোর্মা, মশলা আলু, নারিকেল দিয়ে ডাল।
ছিল পনির খুরচান ও পান্ডি ছোলা, অমৃতসর কুলচা।
ছিল চিকেন চাপ, মাছের নানান পদ।
ছিল পাস্তা, ফ্রেশ গ্রিন ভেজিটেবল, ফিস ইন ক্রা পাউ সস।
ছিল নানান ধরনের চাউমিন।
ডেজার্টে ছিল আমের পায়েস, আমের সন্দেশ ও হট চকোলেট মাড পাই।
নুসরতের রিসেপশনে ছিল ব্ল্যাক ফরেস্ট কেক।