Nusrat Jahan : `না খেয়ে রোগা হয়ে গেছ`, স্বল্পবসনা নুসরতকে লিখলেন নেট নাগরিকরা
সলমন খান পরিচালিত 'বিগ বস ১৬'-তে যোগ দেবেন নুসরত জাহান। শুক্রবার সকাল থেকে এমন খবরেই ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাংসদ, অভিনেত্রী। তবে যিনি কিনা চর্চার মূলে সেই নুসরত আপাতত রয়েছেন থাইল্যান্ডে।
জানা যাচ্ছে ফ্রানং কেভ সৈকতে রয়েছেন নুসরত। সেখানেই স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে ছুটি কাটাচ্ছেন সাংসদ অভিনেত্রী। থাইল্যান্ড থেকে সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি পোস্ট করেছেন তিনি।
থাইল্যান্ডের সবুজ সমুদ্রর তীরে 'রঙিন প্রজাপতি' মতো ধরা দিয়েছেন নুসরত জাহান। বুকে নীল-গোলাপি বিকিনিতে দেখা গিয়েছে তাঁকে। আর কোমরে জড়ানো এক টুকরো রঙিন ওড়না।
সৈকত থেকে নানান ছবি পোস্ট নুসরত ক্যাপশানে লিখেছেন, 'ঢেউ উঠুক, চুলই হোক সমুদ্র'।
নুসরতের পোস্ট করা ছবির নিচে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেট নাগরিকদের বিস্মিত প্রশ্ন, 'কীভাবে এত রোগা হলেন!' কেউ নুসরতের রোগা হওয়া নিয়ে এবং সাংসদকে এভাবে দেখে কটাক্ষ করেছেন। কেউ আবার উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করেছেন, অভিনেত্রী কি 'খাওয়া দাওয়া না করে পাতলা হয়ে গেছেন!'
থাইল্যান্ড থেকে যশ দাশগুপ্তও থাইল্যান্ড থেকে বেশকিছু ছবি পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, 'এই দিনগুলির জন্যই আমার জন্ম'।
প্রসঙ্গত, গত বছর ২৬ অগস্টই মা হয়েছেন নুসরত জাহান। সম্প্রতি তাঁর ছেলে ঈশান ১ বছরে পা দিয়েছে।
প্রসঙ্গত, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন যশ দাশগুপ্ত। দিব্যা খোসলা কুমারের বিপরীতে দেখা যাবে তাঁকে।