চটুল গানের সঙ্গে অশ্লীল নাচ! জলপাইগুড়িতে ছট পুজো ঘিরে হুল্লোড়ের ছবি ভাইরাল
ছট পুজোয় অশ্লীল নাচের আসর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই নাচ।
সোশ্যাল মিডিয়ায় সেই অশ্লীল নাচের ছবি ভাইরাল হতেই নিরাপত্তারক্ষীদের কাছে রিপোর্ট তলব করেছে এসজেডিএ।
জলপাইগুড়ির রাজবাড়ি দিঘির পাড়ে ছট পুজোর আয়োজন করা হয়েছিল। প্রতিবারের মতো এবারেও তৈরি হয়েছিল ছটের ঘাট। সেখানেই অশ্লীল নাচের আসর বসে বলে অভিযোগ।
বক্সে তারস্বরে বাজছে চটুল গান, আর তারসঙ্গে অশ্লীলভাবে নাচছেন যুবতীরা!
শনিবার গভীর রাত পর্যন্ত এই হুল্লোড় চলে বলে অভিযোগ। অশালীন নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত জলপাইগুড়ি রাজবাড়ি দিঘি এলাকাটি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির সংরক্ষিত এলাকা। সেখানে এই ধরনের নাচের আসর! প্রশ্নের মুখে পড়েছে এসজেডিএ কর্তৃপক্ষ।
যেখানে ১লা বৈশাখ, রবীন্দ্রজয়ন্তী বা মহালয়া উপলক্ষে অনুষ্ঠান করতে গেলে প্রচুর কাঠখড় পুড়িয়ে অনুমতি আদায় করতে হয়, সেখানে কীভাবে এধরনের অনুষ্ঠান করার অনুমতি পেল? বিনা অনুমতিতে এমন অনুষ্ঠান হলে, প্রশাসন কী করছিল? প্রশ্ন তুলেছে জেলার সংস্কৃতি মঞ্চ।
ভাইরাল হয়ে যাওয়া নাচের ভিডিয়ো দেখেছেন এসজেডিএ-এর চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মনৃণ। তিনি বলেন, "আমি সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের ভিডিয়ো দেখেছি। অত্যন্ত খারাপ কাজ। এরা বিনা অনুমতিতে এই অনুষ্ঠান করেছে।"
বিজয়চন্দ্র বর্মণ জানান, "আমি ইতিমধ্যেই আমাদের সিকিউরিটি গার্ডদের কাছ থেকে এই ঘটনায় রিপোর্ট তলব করেছি।"
জলপাইগুড়ি পুলিস সুপার অভিশেখ মোদী জানিয়েছেন, পুলিসের পক্ষ থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি। এই ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।