Ocean Forests: মহাসমুদ্রের নীচে ভারতের দ্বিগুণ আকারের বিশাল অরণ্যাঞ্চল...

Soumitra Sen Sun, 18 Sep 2022-6:19 pm,

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ভূমিরূপের নীচে এই বিশাল অরণ্যাঞ্চলের খোঁজ পাওয়া গিয়েছে।  

 

এই অজানা অরণ্যটিতে রয়েছে বিপুল পরিমাণ কেল্প। কেল্প এক ধরনের শৈবাল।

সমুদ্রের নীচে অরণ্যাঞ্চল নতুন নয়-- আমাজনে, বোর্নিয়োতে, কঙ্গোতে এর আগেও এ ধরনের সবুজের সাম্রাজ্য মিলেছে। 

কিন্তু এ বার যেটির খোঁজ পাওয়া গিয়েছে সেটি তার আয়তন দিয়েই তাক লাগিয়ে দিয়েছে! ভারতের আকারের দ্বিগুণ!

মাটির ওপরের অরণ্যাঞ্চলে যেমন নানা ধরনের উদ্ভিদ থাকে, সাগরতলার এই অজ্ঞাত অরণ্যেও নানা ধরনের উদ্ভিদের মেলা। 

এই অরণ্যে বিশাল আকারের দৈত্যাকার সব শৈবাল রয়েছে, রয়েছে সি ব্যাম্বু। মেরিন ফরেস্ট কিন্তু ক্রমশ কমবে, যদি সমুদ্রাঞ্চল ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই প্রকৃতির এই আশ্চর্য নিয়ে এখন বিজ্ঞানীরা খুবই রোমাঞ্চিত।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link