মাত্র ১ লাখেই মিলবে Ola-এর S1এবং S1 Pro electric scooter

Mon, 16 Aug 2021-6:55 pm,

Ola Electric লঞ্চ করল S1এবং S1 Pro electric scooters, বাজারে S1ও S1 Pro electric scooterএর দাম মাত্র 99,999 টাকা ও 1,29,999 টাকা।  181কিমি পর্যন্ত range , 8.5kW (peak power) motor এই scooter এর। কোম্পানির তরফ থেকে জানান হয়েছে এটি চলতি বছরে October মাস থেকে delivery করা হবে। 

 

Delhi তে S1 এর দাম ৮৫,০৯৯ ও S1 Pro এর মূল্য ১১০,১৪৯। Gujrat এ S1 এর দাম ৭৯,৯৯৯ ও S1 Pro এর মূল্য ১০৯,৯৯৯। Maharashtra এ  S1 এর দাম ৯৪,৯৯৯ ও S1 Pro এর মূল্য ১২৪,৯৯৯। 

Rajasthan এ S1 এর দাম ৮৯.৯৬৮ ও S1 Pro এর মূল্য ১১৯,১৩৮। অন্যান্য রাজ্যে  S1 এর দাম ৯৯,৯৯৯ ও S1 Pro এর মূল্য ১২৯,৯৯৯

Ola  এখনও ইলেকট্রিক খরচ কমানোর খ্যাতি অর্জন করতে পারেনি, কারণ S1 এবং S1 Pro এর যথাক্রমে 121km এবং 181km এর Range রয়েছে। সর্বোচ্চ output.৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। 

 

     

S1 এর দাবি করা হয়েছে সর্বোচ্চ গতি 90kph, যখন S1 Pro সর্বাধিক 115kph হবে ওলা 3sec (S1 Pro) এর ক্লাস 0-40kph দেবে। ভারতে বিক্রিত যেকোন স্কুটার থেকে আরামদায়ক এই স্কুটার। 

Ola Electric scooter এর  অন্যতম  ফিচার TFT যেখানে navigation ও তথ্য থাকবে। 

স্কুটারের চালকের সমস্ত তথ্য থাকবে। 

Scooter সাইলেন্ট মোড থেকে   emit  soundএ পরিবর্তন করা যায়। 

 

 S1 Pro তে voice assistant  ফিচার রয়েছে, এছাড়াও LED লাইট রয়েছে, এখনও পর্যন্ত ৫টি রঙের রয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link