১১৮ নট আউট...
নিজের জন্মদিন... তাই সারা দিন আনন্দে আত্মহারা। কখনও শিশুর মতো নাচছেন, কখনও বাঁশি বাজাছেন কখনও বা কেকে কেটে প্রিয়জনকে খাইয়ে দিচ্ছেন...
এ ভাবেই শুক্রবার ১১৮ তম জন্মদিনটা পালন করলেন বলিভিয়ার এই ‘তরুণী’। নাম জুলিয়া ফ্লোরস।
ইনিই বলিভিয়ার প্রবীণতম মহিলা। এমনকি অনেকেই মনে করছেন বিশ্বের দোরগোড়াতেও তিনি নজির তৈরি করেছেন।
তাই এ দিনের জন্মদিন ছিল তাঁর জীবনের বেশ উল্লেখযোগ্য। স্থানীয় একটি হল ভাড়া করে আমন্ত্রণ জানিয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিদের।
কিন্তু কৌতূহল বেশি ছিল আমন্ত্রিতদের। জন্ম ১৯০০ সালে ২৬ অক্টোবর। রানি এলিজাবেথের (দ্বিতীয় এলিজাবেথের মা) থেকে চার মাসের ছোটো তিনি।
অনেকেই মনে করছেন প্রবীণতম ব্যক্তি হিসাবে গিনেস বুকে তাঁর নাম পাকা।
ফ্লোরেন্সের পরিবার জানাচ্ছেন, এখনও তিনি পুরোপুরি সুস্থ। হাতে লাঠি থাকলেই দিব্যি হাঁটতে পারেন ফ্লোরেন্স।
বাড়ির সবাইকে মাতিয়ে রাখেন ফ্লোরেন্স। তাঁর শিশুর মতো আচরণ দেখে মাঝেমাঝে অবাক হয়ে যান তাঁর পরিবারের সদস্যরা।