Olympics 2020: টোকিওতে এবার ভারতের বাজি যাঁরা
নিজস্ব প্রতিবেদন- ২৩ জুলাই টোকিওতে শুরু হচ্ছে অলিম্পিকস। ভারতের যে তারকাদের দিকে এবার তাকিয়ে গোটা দেশ, তাঁদের মধ্যে সবার আগে আসে ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধুর নাম। ২০১৬ সালে রিও অলিম্পিকে রুপোর পদক জিতেছিলেন সিন্ধু। ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা। কোভিড আবহেও প্রস্তুতি শুরু করেছেন অলিম্পিকের। শারীরিক ও মানসিক দিক দিয়ে ভালো জায়গায় আছেন বলে জি ২৪ ঘণ্টাকে নিজেই জানিয়েছেন সিন্ধু।
অলিম্পিকের লন টেনিসে অঙ্কিতা রায়নাকে সঙ্গে নিয়ে ডাবলস খেলবেন সানিয়া মির্জা। ভারতীয় টেনিস সুন্দরীর সংগ্রহে রয়েছে ৬ টি গ্র্যান্ড স্লাম। এই নিয়ে চতুর্থবার অলিম্পিক কোর্টে দেখা যাবে সানিয়াকে। ২০১৩য় সিঙ্গলস থেকে অবসর নিয়েছেন। যদিও ডাবলস এবং মিক্সড ডাবলস খেলছেন সানিয়া। শনিবারই উইম্বলডনে ডাবলসে ৬-৪.৬-৩ সেটে যদিও পরাজিত হন সানিয়া-বেথানি ম্যাটেকস্যান্ডস জুটি।
টোকিওতে প্রথমবার অলিম্পিকের আসরে নামছেন ভারতীয় শুটার অভিষেক ভার্মা। ২০১৯ সালে বেজিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন তিনি। এই মুহূর্তে ১০ মি এয়ার পিস্তলে এক নম্বর আসনটি তাঁর দখলে। তাই প্রত্যাশা রয়েছে অভিষেক ভার্মাকে ঘিরেও।
দীপিকা কুমারী। এই মুহূর্তে পৃথিবীর এক নম্বর মহিলা তিরন্দাজ। ২০১০-এর এশিয়ান গেমসে ব্রোঞ্জ, দিল্লিতে কমনওয়েলথ গেমসে সোনা জয় থেকে সদ্যসমাপ্ত প্যারিস ওয়ার্ল্ড কাপে তিনটি সোনা। তাই দীপিকার উপর অনুরাগীদের আস্থা বেড়েছে।
তামিলনাড়ুর টেবিল টেনিস তারকা শরৎ কমল। টানা ৯ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে ভেঙেছেন কমলেশ মেহতার রেকর্ড। তাঁর সংগ্রহে রয়েছে ৪ টি কমনওয়েলথ সোনা। ২০০৪ সালে প্রথম অলিম্পিকে খেলা, ২০১৬-র রিও অলিম্পিকে প্রথম রাউন্ড থেকে বিদায়। এবারে আরও প্রস্তুতি নিয়ে টোকিও অলিম্পিকের আসরে নামতে চলেছেন শরৎ।
মেরি কম। বিশ্ববন্দিত ভারতীয় বক্সার। ২০১২ লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী মেরি কমের ঝুলিতে আছে ৮টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক। বয়স বেড়েছে, ধারও বেড়েছে বলে জানাচ্ছেন মেরি। প্রস্তুত টোকিও অলিম্পিকের জন্য।
ভারতীয় ভারোত্তলোক মীরাবাই চানু।২০২০তে তাসখন্দে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন চানু। ঝুলিতে রয়েছে ২০১৭য় বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা ও ২০১৮য় কমনওয়েলথ গেমসে সোনা। বড় পরীক্ষা টোকিও অলিম্পিকস।
ভারতীয় মহিলা শুটার রাহি সার্নোবাতের দিকেও তাকিয়ে রয়েছে গোটা দেশ। টোকিও অলিম্পিকসে ভালো ফল আশা করছেন ফ্যানেরা। ISSF Wrold Cup-এর ৪ টি সোনা রয়েছে রাহির সংগ্রহে। ২০১৮-র এশিয়ান গেমসেও সোনা জেতেন তিনি। প্রস্তুত টোকিও অলিম্পিকসের জন্য।