Om-Mimi র বিয়ে দিলেন পুরোহিত নন্দিনী ভৌমিক

Wed, 03 Feb 2021-8:59 pm,

পরিণতি পেল প্রেম। বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় টেলি তারকা জুটি ওম সাহানি ও মিমি দত্ত। 

বিয়ের মণ্ডপে সাতপাকে ঘোরার মুহূর্তে ওম-মিমি।

ওম-মিমির শুভদৃষ্টি, সাতপাক থেকে মালাবদল সবই হল বৈদিক মতে।

প্রসঙ্গত, বৈদিক আচারগুলির মধ্যে অবশ্য পালনীয় প্রথাগুলি হল কুশণ্ডিকা, লাজহোম, সপ্তপদী গমন, পাণিগ্রহণ, ধৃতিহোম  ও চতুর্থীহোম।

 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'র বাস্তব রূপায়ন। বিক্রমাদিত্য-শবরীর মতোই ওম-মিমি বিয়ে হল কন্যাদান ছাড়াই। চার হাত এক করছেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক।

 

 

প্রসঙ্গত, মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের জীবন থেকে অনুপ্রাণিত হয়েই 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবি বানিয়েছিলেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

জানা যায়, ওম সাহানি ও মিমি দত্তের পরিচয়টা হয়েছিল ২০১১ সালে। 'আলোর বাসা' বলে একটি ধারাবাহিকে কাজ করতে গিয়ে তাঁদের আলাপ। তখন থেকেই তাঁদের একে অপরের প্রতি ভালোলাগা ছিল। 

মাঝে অবশ্য বহুদিন তাঁদের যোগাযোগ ছিল না। ফের দেখা ২০১৭তে। তারপরই ওম-মিমির পুরনো সেই ভালোলাগা ভালোবাসায় বদলে যায়।

 সম্প্রতি আয়ুষী তেন্ডুলরের সঙ্গে একটি ছবির কাজ শেষ করে ফেলেছেন অভিনেতা ওম সাহানি। অন্যদিকে মিমি টেলিভিশনের বেশ পরিচিত মুখ। 'গোপাল ভাঁড়', 'জয়ী', 'ভূতু' সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে মিমি দত্তকে। 'প্রিয় তোমার অন্দরমহল' ও 'দিদি নম্বর ১'-একসঙ্গে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link