OMG: পুরুষাঙ্গের `মিছিল`! এটাই বিশ্বের `অশ্লীলতম` উৎসব...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাপানে হয় এই কানামারা মাতসুরি বা স্টিল ফ্যালাস উৎসব। যা কিনা পুরুষাঙ্গের উৎসব।
এপ্রিলের প্রথম রবিবার জাপানে এই উৎসব পালিত হয়। নানা রং ও আকারের পুরুষাঙ্গের প্রতিলিপি নিয়ে জাপানের রাস্তায় বেরয় মিছিল।
আপাতদৃষ্টিতে এই উৎসব অশ্লীল মনে হলেও জাপানের শিন্তো ধর্মাবলম্বী মানুষের কাছে এটি একটি গুরুতর ধর্মীয় উৎসব।
প্রচলিত বিশ্বাস, এক জাপানি তরুণীর তাঁর রাক্ষস প্রেমিককে শিক্ষা দেওয়াকে কেন্দ্র করে এডো যুগে এই উৎসবের জন্ম।
প্রসঙ্গত, জাপানে এই 'ফ্যালাস' উৎসবের পাশাপাশি উত্তর পর্তুগালের রক্ষণশীল শহর আমারান্তেতে জনপ্রিয় পুরুষাঙ্গ সদৃশ 'ফ্যালিক' কেক।
যার পোশাকি নাম 'বোলোস ডে সাও গোনকালো' বা 'সাও গোনকালো কেকস'। উল্লেখ্য প্রায় অর্ধশতক ধরে পর্তুগালে নিষিদ্ধ ছিল এই কেক।