Omicron BF.7: চিনে তাণ্ডব শুরু Omicron BF.7-র, জানুন এই মারণ ভ্যারিয়ান্ট সম্পর্কে ৫ মারাত্মক তথ্য
চিনে নতুন করে তাণ্ডব শুরু করেছে ওমিক্রণের সাব ভ্য়ারিয়েন্ট Omicron BF.7। তার থেকেও আতঙ্কের বিষয় হল ওই ভ্যারিয়েন্টের দেখা মিলেছে ওড়িশা ও গুজরাটে। চিনের বেশ কয়েকটি শহরে যা অবস্থা তাতে চিকিত্সক ও স্বাস্থ্য কর্মীদের ঘাম ছুটে যাচ্ছে। ওমিক্রমকে একসময় বলা হতো কোভিডের এক মারাত্মক ভ্যারিয়ান্ট। এবার আসরে ওমিক্রণের সাব ভ্যারিয়ান্ট Omicron BF.7। জেনে নিন এই ভ্যারিয়ান্ট সম্পর্কে ৫ বিষয়।
Omicron BF.7 হল BA.5 এর সাব ভ্যারিয়ান্ট। সংক্রমণের দিক থেকে অত্যন্ত শক্তিশালী এই Omicron BF.7।
ছড়িয়ে পড়ার ক্ষমতার জন্য Omicron BF.7 এর সংক্রমণের ক্ষমতাও প্রবল।
ভ্যাকসিন নিলেও রেহাই নেই। Omicron BF.7 এর ক্ষমতা এতটাই যে যেকোনও লোককে এটি সংক্রমিত করে ফেলে।
বিশেষজ্ঞরা বলছেন চিনে যাদের একবার করোনা হয়েছিল তাদের অনেকের মধ্যেই এখন রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাদেরই বেশি নিশান করেছে Omicron BF.7।
ওমিক্রণের BA.2 এবং BA.5 সাব ভ্যারিয়ান্ট অত্যন্ত সংক্রমক। এর থেকে আরও সাব ভ্যারিয়ান্ট বেরিয়ে আসছে।