শিয়ালদহ স্টেশনে খারাপ টিকিটের মেশিন, হুড়োহুড়ির ট্রেন যাত্রায় লাটে দূরত্ববিধি
শিয়ালদহ সাউথ সেকশনের টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন। দূরত্ব বিধি পালনের বালাই নেই।
গোল দাগ দাগের জায়গাতেই আছে, সেসব মানার বালাই নেই, মানুষ নিজের মত করে লাইন করেছে গায়ে গায়ে দাঁড়িয়ে।
শিয়ালদহ সাউথের টিকিক কাউন্টার সামনে সারি সারি অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন। কিন্তু একটাও চলছে না।
সব মিলিয়ে নিউ নর্মালে ট্রেন যাত্রার প্রথম দিনেই চরম অরাজকতা। যাত্রীরা বলছে এগুলো চললে অন্তত কিছুটা সুবিধা হত।
দীর্ঘ আটমাস পর আজ থেকে চালু হল রেল। ভিড় নিয়ন্ত্রণই কার্যত চ্যালেঞ্জ রাজ্য ও রেলের।
তবে সকাল থেকেই বিভিন্ন স্টেশনের চিত্রটা উদ্বেগ বাড়াচ্ছে। কতটা সফল হবে পরিষেবার প্ল্যানিং এখন সেটাই দেখার।