ধর্মেন্দ্রর সঙ্গে হেমা, কেমন ছিল `লাভস্টোরি`, দেখুন..
বিয়ের পর ৩৮ বছর পরও একসঙ্গে সংসার করছেন হেমা মালিনী এবং ধর্মেন্দ্র
জিতেন্দ্র সঙ্গে বিয়ের দিন, পিঁড়ি থেকে উঠে আসেন হেমা মালিনী
প্রকাশ কাউর এবং ধর্মেন্দ্রর দুই ছেলে সানি এবং ববি দেওল-এর সঙ্গে হেমা মালিনীর 'ভাল' সম্পর্ক না থাকলেও, এষা এবং আহানার বিয়েতে নিমন্ত্রিত ছিলেন তাঁরা দু'জনই
বাবার মৃত্যুর পর মায়ের অমতেই ধর্মেন্দ্রর সঙ্গে গাটছড়া বেঁধেছিলেন হেমা মালিনী
হেমা মালিনী জানান, 'ম্যায় জাট ইয়ামলা পাগলা দিওয়ানা'-র শুটের সময় ধরমজির প্রেমে পড়েন তিনি
ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর দুই সন্তান এষা এবং আহানা
বিবাহিত কোনও পুরুষকে হেমা মালিনী বিয়ে করুন, সেটা তাঁর বাবা চাইতেন না। ফলে, বাবার মৃত্যুর পর ধর্মেন্দ্রর সঙ্গে গাটছড়া বাঁধেন হেমা মালিনী। যা তাঁর মা-কে দুঃখ দিয়েছিল
জানা যায়, হেমা মালিনীকে বিয়ের করার জন্য ধর্মান্তরিত হতে হয়েছিল ধর্মেন্দ্রকে। শুধু তাই নয়, ধর্মেন্দ্রর সঙ্গে বিচ্ছেদে রাজি ছিলেন না তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। কিন্তু, প্রকাশের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই ধর্মান্তরিত হয়ে সাতপাকে বাঁধা পড়েন ধর্মেন্দ্র এবং হেমা মালিনী
দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব দেন ধর্মেন্দ্র। ওই সময় জিতেন্দ্র এবং সঞ্জীব কুমারও হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন
১৯৭০ সালে 'তুম হাসিন ম্যায় জাওয়ান'-এর সেটে ধর্মেন্দ্রর সঙ্গে সম্পর্কে জড়ান হেমা মালিনী