নেতাজির জন্মজয়ন্তিতে লালকেল্লায় বোস মিউজিয়ামের উদ্বোধনে মোদী

Wed, 23 Jan 2019-4:54 pm,

নেতাজির ১২২তম জন্মজয়ন্তিতে লালকেল্লায় বোস মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই মিউজিয়ামটি তিনি সুভাষচন্দ্র বোস ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ)-কে উদ্দেশ্যে উত্সর্গ করেন।

ওই মিউজিয়ামে নেতাজি ও আইএনএ-র নানা নিদর্শন রয়েছে। সেখানে নেতাজির ব্যবহৃত চেয়ার ও অন্যান্য মেডেল, ব্যাজ, পোশাক সাধারণের দেখার জন্য রাখা হয়েছে।

এছাড়া লালকেল্লার ইয়াদ-এ-জালিয়ান, দৃশ্যকলা মিউজিয়াম ও ১৮৫৭-র যুদ্ধর মিউজিয়াম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

ইয়াদ-এ-জালিয়ান মিউজিয়ামটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের স্মরণে তৈরি। তাছাড়া সেখানে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় জওয়ানদের সম্বন্ধেও তথ্য রয়েছে। এছাড়া সিপাহী বিদ্রোহের স্মৃতিতে ১৮৫৭ সালের যুদ্ধের মিউজিয়ামটি তৈরি করা হয়েছে।

দৃশ্যকলা মিউজিয়ামটিতে ষোড়শ শতাব্দী থেকে স্বাধীনতা পর্যন্ত ভারতের শিল্পকলার নির্দশন রয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link