PM Narendra Modi`s birthday: মোদীর চালু এই ১০ প্রকল্পে কতটা সুবিধা পায় দেশ?

Fri, 17 Sep 2021-1:32 pm,

২৬ মে ২০১৪ দেশের ১৪ তম প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। ভারতে মোদীর আনা ১০ স্কীম দেশের প্রবৃদ্ধির পথে সাহায্য করেছে এমনই মত বিজেপি সরকারের।

PM-KISAN স্কিম বা প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধির লক্ষ্য হচ্ছে দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। এই স্কিমের আওতায়, সরকার ভারতবর্ষে ১৪.৫ কোটিরও বেশি কৃষককে প্রতি বছর ২ হাজার টাকার তিনটি কিস্তিতে ৬ হাজার টাকা প্রদান করে। টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়।

কৃষকদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী মোদী চালু করেছেন আরেকটি প্রকল্প হল প্রধান মন্ত্রী কিষাণ পেনশন যোজনা। এই প্রকল্পের লক্ষ্য হল সারা দেশের কৃষকদের একটি নির্দিষ্ট মাসিক পেনশন ৩ হাজার টাকা দেওয়া।

 

১৮ থেকে ৪০ বছর বয়সী কৃষকরা তাদের অবসর গ্রহণের বয়সে এক্ষেত্রে সুবিধাও পাবেন। বেনিফিশিয়ারের মৃত্যুর ক্ষেত্রে পেনশনের পরিমাণের ৫০% পাওয়ার অধিকারী থাকবেন স্ত্রী।

প্রধানমন্ত্রী মোদীর চালু করা প্রধানমন্ত্রীর জন ধন যোজনা হল একটি আর্থিক অন্তর্ভুক্তি স্কিম যার লক্ষ্য ভারতের সব পরিবারকে সাশ্রয়ী মূল্যের ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া। এই স্কিমগুলি ভারতীয়দের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, সহজ ক্রেডিটের অ্যাক্সেস, বীমা এবং নিয়মিত পেনশনের মতো অনেক পরিষেবা প্রদান করে।

প্রধানমন্ত্রীর শ্রম যোগী মান-ধানের লক্ষ্য এই স্কিমের গ্রাহকদের মাসিক পেনশন প্রদান করা। স্বেচ্ছায় অবদানকারী পেনশন স্কিম গ্রাহকদের ৬০ বছর বয়সের পর নিয়মিত পেনশন প্রদান করে।

২০১৫ সালে চালু হওয়া, প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা (PMMY) ক্ষুদ্র ও ক্ষুদ্র-উদ্যোক্তাদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে এমনটাই জানান হয়েছে। 

 

অসংগঠিত খাতে নিযুক্ত শ্রমিকদের অবসরের পর  প্রধানমন্ত্রী মোদী অটল পেনশন যোজনা চালু করেছিলেন। এই প্রকল্পটিতে প্রতি মাসে ২১০ টাকার কম বিনিয়োগ করে ৫ হাজার টাকা পেনশন পেতে পারবেন। 

ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ২০১৬-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট-আপ ইন্ডিয়া চালু করেছিলেন। দেশে আরও উদ্যোক্তা এবং উদ্ভাবনের মাধ্যমে আরও বেশি স্টার্টআপের মূল্য তৈরি করাই এর লক্ষ্য। 

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বীমা যোজনা চালু হয়েছে যাতে ভারতের শ্রমিকরা যাতে যে কোন দুর্ভাগ্যজনক ঘটনা থেকে রক্ষা পায়। যেসব পরিবার দুর্ঘটনায় তাদের প্রিয়জনকে হারায় তাদের জন্য কিছু আর্থিক ত্রাণ প্রদান করা এই বীমা নীতির লক্ষ্য।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link