জানেন বাংলা থিয়েটারের পথিকৃৎ জন্মেছিলেন ইউক্রেনে? এ শহরে রয়েছে তাঁর নামাঙ্কিত রাস্তাও...

Soumitra Sen Mon, 27 Mar 2023-5:06 pm,

গেরাসিম বা হেরাসিম লেবেডেফের জন্ম রাশিয়ার ইউক্রেনে। এক যাজক পরিবারে। তাঁর বাবা স্তেফান লেবেডেফ, মা পারাস্কোভিয়া লেবেডেফ। 

 

ছোট থেকেই গেরাসিম লেবেডেফ সংগীতে দক্ষ ছিলেন। এই সংগীতের সূত্রেই তিনি প্যারিস হয়ে লন্ডনে পৌঁছন। সেখান থেকেই জাহাজে চেপে ১৭৭৫ খ্রিস্টাব্দের ১৫ অগাস্ট পৌঁছন চেন্নাই (তৎকালীন মাদ্রাজ)। 

তবে এখানকার রক্ষণশীল সমাজে সেভাবে সুবিধা করতে না পেরে ১৭৮৭ খ্রিস্টাব্দে তিনি কলকাতায় চলে আসেন। এই শহরে তখন থাকতেন এক রুশ চিকিৎসক। তাঁর সাহায্যেই স্থানীয় সমাজে সংগীতজ্ঞরূপে প্রতিষ্ঠা পান গেরাসিম লেবেডেফ।

কিন্তু নিছক সংগীতের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখেন না লেবেডেফ। নিজেকে ক্রমশ ছড়িয়ে দিতে থাকেন। এবং শিল্পচর্চার স্রোতে ভাসতে-ভাসতে তিনি প্রথম বাংলা নাটকের রচয়িতা ও পরিচালক হিসেবে নাম লিখিয়ে ফেললেন ইতিহাসে। 

গেরাসিম স্তেপানোভিচ লেবেডেফ কলকাতায় 'দ্য বেঙ্গলি থিয়েটার' নামে একটি থিয়েটার গড়ে তুললেন। ২৫ নম্বর ডোমতলা, যা এজরা স্ট্রিট নামে ইদানীং বেশি পরিচিত, সেখানে একটি বাড়িতে গড়ে উঠল এই থিয়েটার।

প্রাথমিক ভাবে দুটি নাটক নিয়ে কাজ শুরু করলেন তিনি। 'লাভ ইজ দ্য বেস্ট ডক্টর' এবং 'দ্য ডিসগাইজ'। 'দ্য ডিসগাইজ' নামের ইংরেজি নাটকটি অনুবাদে দাঁড়ায়  'সংবদল'। এটি ১৭৯৫ সালের ২৭ নভেম্বর প্রথম প্রদর্শিত হয়। বাংলা থিয়েটারে ইতিহাস তৈরি হল। 

লেবেডেফের এই থিয়েটার বেশ সাড়া ফেলে দিল সে সময়ে। তবে লেবেডেফের সাফল্যে অনেকেই ঈর্ষান্বিত হয়েছিলেন। ঈর্ষান্বিত হয়েছিলেন ইংরেজরাও। জোসেফ ব্যাটেল নামে এক সিনপেন্টার এবং মি হে নামে এক রাজকর্মচারীর মাধ্যমে ষড়যন্ত্র করে লেবেডেফের থিয়েটারে আগুন লাগিয়ে দেয় তারা। নষ্ট হয়ে যায় লেবেডেফের স্বপ্ন। 

 

ক্রমে ভারত-ছাড়া হতে হয় তাঁকে। যদিও ইতিহাস তাঁকে ভোলেনি। যেখানে তিনি প্রথম বাংলানাটকের দল খুলেছিলেন সেখানে আজ বসেছে একটি ফলক। এবং এ শহরের একটি রাস্তাও রাখা হয়েছে তাঁর নাম-- লেবেডেফ সরণি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link