এক শহর, এক টুর্নামেন্ট - এই নীতিতে এবার IPL করার পরিকল্পনা করছে BCCI
করোনার কারণে মার্চ-মে উইন্ডোতে আইপিএল স্থগিত হয়ে যায়। আইপিএল কবে হবে কারোর জানা নেই এখনও। তবে অক্টোবর-নভেম্বরে আইপিএল করতে মরিয়া বিসিসিআই।
ভারতীয় বোর্ডের একটি মহলের দাবি, অক্টোবরে যদি টুর্নামেন্ট হয় তাহলে তা শুধুমাত্র একটি শহরে করা হোক। সেই শহর হল মুম্বই।
তবে শর্ত একটাই অক্টোবরের আগে গোটা দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা। তবেই নির্ভর করছে দেশের মাটিতে আইপিএল হওয়া।
দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনার প্রভাব সবচেয়ে বেশি। তা স্বত্ত্বেও মুম্বইকে আইপিএলের জন্য বেছে নেওয়া হচ্ছে কারণ এখানে চারটে ফ্লাডলাইট স্টেডিয়াম রয়েছে।
ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন, ডিওয়াই পাটিল এবং ঘানসোলিতে রিলায়েন্সের স্টেডিয়াম তৈরি। জৈব সুরক্ষা পদ্ধতি মেনে ফাঁকা স্টেডিয়ামে পুরো টুর্নামেন্ট হলে কেন্দ্র হিসেবে মুম্বই কিন্তু আদর্শ হতে পারে!