আগামী ৩০ বছরে প্রতি চারজনের একজন কানে শুনবে না, সতর্কবার্তা WHO-র

Tue, 02 Mar 2021-2:25 pm,

নিজস্ব প্রতিবেদন: ২০৫০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার চার জনের মধ্যে একজন কানে শুনতে পারবেন না। কানের সমস্যা নিয়ে লড়াই করতে হবে তাঁকে। শ্রবণ ক্ষমতা হ্রাস পেতে পারে।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) এই নিয়ে সতর্কতা জারি করেছে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য WHO কানের চিকিৎসায়  বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছে। গোটা বিশ্ব জুড়ে যেভাবে কানের সমস্যা বাড়ছে, তাতে এখনই সাবধান না হলে আগামী দিনে সমস্যার মুখে  পড়তে হবে।   

কী কী কারণে কানের সমস্যায় পড়তে হবে, তা নিয়ে WHO জানিয়েছে, সংক্রমণ, কোনও রোগের পার্শ্ব প্রতিক্রিয়া, জন্মগত সমস্যা থেকে শুরু করে ক্রমবর্ধমান শব্দ এবং জীবনযাত্রার কারণে কানের সমস্যা বাড়তে থাকবে।  

শ্রবণ সমস্যাগুলি পরিমাপের জন্য এবং তা নির্মূল করার জন্য প্যাকেজ প্রস্তাব করেছে WHO। যার অধীনে একজন ব্যক্তির জন্য প্রতি বছর নির্দিষ্ট পরিমাণের একটি খরচ হতে পারে।  এখনই হাল না ধরলে সমস্যা গুরুতর। 

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, "সমস্যা মোকাবিলায় পদক্ষেপ করতে ব্যর্থ হলে, পরিণতি আরও ভয়ঙ্কর  হবে। মানুষের স্বাস্থ্য ও সুখের উপরও প্রভাব ফেলবে। এ ছাড়াও তাদের পড়াশোনা, চাকরি এবং যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হতে হবে। যার ফলে আর্থিক ক্ষতি পর্যন্ত হতে পারে। বড় সংকট আসছে সামনে। "

বিশ্বজুড়ে পাঁচ জনের মধ্যে একজন এই মুহূর্তে শ্রবণ সমস্যার মুখোমুখি। তবে রিপোর্ট বলা হয়েছে  পরবর্তী তিন দশকে শ্রবণশক্তি হ্রাসের সমস্যায় কাটানোর লোকজনের সংখ্যা দেড় গুণ বেড়ে গিয়েছে। এর প্রভাব আড়াই বিলিয়ন লোকের উপর পড়তে পারে। ২০১৯ সালে এই জাতীয় ব্যক্তির সংখ্যা ১.৬ বিলিয়ন ছিল।

 ২০৫০ সালে ২.৫ বিলিয়ন এর মধ্যে, ৭০ কোটি লোক এই রোগে মারাত্মকভাবে আক্রান্ত হবে এবং তাদের চিকিৎসার প্রয়োজন হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link