২৪ ঘণ্টার মধ্যে এশিয়ার বৃহত্তম বস্তিতে করোনা আক্রান্ত আরও একজন
২৪ ঘণ্টার মধ্যেই এশিয়ার সব থেকে বড় বস্তিতে আরও একজন করোনায় আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলল। গতকাল মুম্বইয়ের ধারাভি বস্তিতে একজন ৫৬ বছর বয়সী বৃদ্ধের মৃ্ত্যু হয়েছিল। তার পর থেকেই আতঙ্কে ভুগছে গোটা বাণিজ্য নগরী।
করোনায় আক্রান্ত হয়ে মৃত সেই ৫৬ বছর বয়সী প্রৌঢ় কখনও বিদেশে যাননি বলে জানা গিয়েছে। তাঁর পরিবারের সাতজনকে কোয়ারিন্টিনে রাখা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে সেই বৃদ্ধের বাড়ি।
৬১৩ একর জমির ওপর ছড়িয়ে রয়েছে ধারাভি বস্তি। কম জায়গায় বেশি মানুষ সেখানে থাকেন গাদাগাদি করে। গায়ে গায়ে বাড়ি—ঘর। এমন জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখা কী করে সম্ভব! তাই চিন্তা বাড়ছে মুম্বই প্রশাসনের।
করোনা সংক্রমণে এমনিতেই দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। তার উপর পর পর দুদিনে দুজন ধারাভি বস্তিতে করোনা আক্রা্ন্ত হওয়ায় প্রশাসনিক কর্তাদের ঘুম উড়ছে। কারণ এই বস্তিতে করোনার বিস্তার রোধ করা কার্যত অসম্ভব হয়ে উঠবে।
ধারাভি বস্তির সেই প্রৌঢ় শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর ্পর তাঁকে অন্য হাসপাতালে ট্রান্সফারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অ্যাম্বুল্যান্সেই মারা যান তিনি।