OnePlus 8T ফোনের নজরকাড়া Colour-Shifting Back Panel
নিজস্ব প্রতিবেদন: প্রকাশ্যে এসেছে OnePlus 8T। সংস্থা জানিয়েছে এরকম ডিজাইনে Colour-Shifting Back Panel এ তারাই প্রথম।
হাতের মধ্যে বদলে যাবে পিছনের অংশের রঙ। সিলভার রঙের সঙ্গে রয়েছে নীলের ছটা।
রিয়ার ক্যামেরার অংশও বদলে গিয়েছে। জানা গিয়েছে ৩৯ জনের টিম এই ডিজাইনকে চূড়ান্ত করেছে।
গ্লাস ব্যাক প্যানেলে পাওয়া যাবে OnePlus 8T । দুটো রঙে বদলে যাবে একই ফোন। নোটিফেকশনের জন্য থাকছে LED light। থাকছে উন্নত মানের সেন্সর।
এছাড়াও দুটি মডেলে পাওয়া যাবে OnePlus 8T । এমনটাই জানিয়েছে সংস্থা।