ভারতে লঞ্চ OnePlus 9 সিরিজের তিনটি মডেল, জেনে নিন দাম ও ফিচার

Wed, 24 Mar 2021-1:01 pm,

নিজস্ব প্রতিবেদন:  ভারতে লঞ্চ OnePlus 9 সিরিজ। যার মধ্যে রয়েছে তিনটি মডেল OnePlus 9, the OnePlus 9 Pro এবং  OnePlus 9R

Snapdragon ৮৭০ এবং ৮৮৮ chipsets-য়ে চলবে এই সিরিজ।  ফোনে থাকছে নজরকাড়া Hasselblad camera। 

OnePlus 9 Pro মডেলে ৬.৫৫ ইঞ্চি AMOLED ডিসপ্লেতে থাকছে FHD+ রেজোলিউশন। যা ৪০২ PPI (pixels per inch) ছবি তোলা সম্ভব হবে। 

 Android 11 সঙ্গে Oxygen OS 11 চলবে OnePlus 9 সিরিজ। ৮ জিবি ও ১২ জিবির কম্বিনেশনে পাওয়া যাবে দুটি মডেল। যার এক্সটারনাল স্টোরেজে থাকবে ১২৮ ও ২৫৬ জিবি। ফোনের ব্যাটারি  ৪,৫০০ mAh। সঙ্গে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং। 

এছাড়াও থাকছে ফিঙ্গারপ্রান্ট সেন্সর  ও  Dolby atmos support, dual stereo speakers, Bluetooth 5.2 এবং  Wi-Fi 6 support।

ফোনে থাকছে 48MP Sony IMX689 সেন্সর, ৫০MP Sony IMX766 ultra-wide সেন্সর এবং ২MP monochrome সেন্সর সহ তিনটি ক্যামেরা।  ছবি তোলার সময় পাবেন, optical image stabilisation-র সঙ্গে electronic image stabilisation (EIS)। 

৩০fps-য়ে 8K তে শুট করা যাবে ভিডিও। পাশাপাশি ৬০ fps-য়ে 4k-তে শুট করা যাবে। ফ্রন্ট ক্যামেরার জন্য বরাদ্দ ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর।  

OnePlus 9R ফোনটি গেমারদের জন্য সবচেয়ে পছন্দ ফোন হয়ে উঠতে পারে। এই ফোনে থাকছে flexible OLED panel।  এতে Snapdragon ৮৭০ প্রসেসরের সঙ্গে ৮ ও ১২ জিবি RAM-র সঙ্গে ১২৮ /২৫৬ জিবি স্টোরেজের মডেল পাওয়া যাবে। 

 

ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে ৪৫০০ mAh ব্যাটারি। বাকি সব ফিচার মোটের উপর সমান। 

OnePlus 9 (৮ জিবি/১২৮জিবি) - ৪৯,৯৯৯ টাকা। 

OnePlus 9(১২জিবি/২৫৬জিবি)- ৫৪,৯৯৯ টাকা।

 OnePlus 9 Pro (৮ জিবি/১২৮জিবি)- ৬৪,৯৯৯ টাকা

OnePlus 9 Pro (১২জিবি/২৫৬জিবি)- ৬৯,৯৯৯ টাকা।

OnePlus 9R (৮ জিবি/১২৮জিবি)- ৩৯,৯৯৯ টাকা

OnePlus 9R (১২জিবি/২৫৬জিবি)- ৪৩,৯৯৯ টাকা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link