পেঁয়াজের ঝাঁঝে কাঁদছে বাংলাদেশ! কত টাকা কেজি জানেন?

Sun, 27 Oct 2019-2:13 pm,

পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে ভারত। বাংলাদেশে যেন পেঁয়াজের বাজারে পা রাখতে পারছেন না সাধারণ মানুষ। কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে আখের গুছিয়ে ফেলছেন বলে খবর। 

বাংলাদেশের বাজারে ব্যবসায়ীরা যেন পেঁয়াজের দাম বাড়াচ্ছেন প্রতিযোগিতায় অংশ নিয়ে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বেআইনিভাবে মূল্যবৃদ্ধির দিকে কড়া নজর রেখেছে। 

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, তারা ইতিমধ্যে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করেছেন। এমনকী প্রায় দুহাজার ব্যবসায়ীকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির জন্য তারা শাস্তি দিয়েছে বলেও দাবি করেছে। 

জানা যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা হয়েছে। নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। 

দেশি পেঁয়াজের ক্ষেত্রেও একইরকম মূল্যবৃদ্ধি চলছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী যোগান নেই। দেশি পেঁয়াজ ১০৮ টাকা, ভারতীয় পেঁয়াজ ১১৫ টাকা ও মিশরের পেঁয়াজ ১০০-১০৫ টাকায় বিক্রি হচ্ছে বাংলাদেশে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link