ঝাঁঝে চোখে জল নয়, কান্না আসবে এবার,কলকাতায় আরও বাড়ছে পেঁয়াজের দর
নিজস্ব প্রতিবেদন: গোটা দেশের চোখে জল এনে দিয়েছে পেঁয়াজের ক্রমবর্ধমান দরবৃদ্ধি। তবে কলকাতার নাগরিকদের কষ্ট আর একটু বাড়তে চলেছে। সেঞ্চুরির পর এবার দেড়শো ছুঁতে চলেছে পেঁয়াজ।
বাজারে ইতিমধ্যেই পেঁয়াজ বিকোচ্ছে প্রতি কেজি ১১০ থেকে ১৩০ টাকায়। পাইকারি বাজারের দাম ইঙ্গিত দিচ্ছে, কলকাতায় পেঁয়াজের দর পৌঁছতে চলেছে ১৫০ টাকায়।
নাসিকের পাইকারি বাজারে পেঁয়াজ বিকোচ্ছে প্রতি কেজি ৪০ টাকায়। সেটাই কলকাতায় পৌঁছলে অন্তত ১৩৫ টাকায় বিক্রি করতে হবে ব্যবসায়ীদের।
কবে দাম কমবে? ব্যবসায়ীরা বলছেন, জানুয়ারির আগে সেই সম্ভাবনা নেই। জানুয়ারিতে বেঙ্গালুরু ও নাসিকের বাজারে আসবে নতুন পেঁয়াজ।
সুফল বাংলা ও ভ্রাম্যমান গাড়িতে সস্তায় পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেখানে পেঁয়াজ বিকোচ্ছে কেজি প্রতি ৫৯ টাকায়। এর পাশাপাশি কালো বাজারি রুখতে চলছে টাস্কফোর্সের অভিযান।
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রফতানি বন্ধ করেছে ভারত সরকার। ১.২ লক্ষ টন পেঁয়াজ বাইরে থেকে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, তুরস্ক থেকে ১১ হাজার টন আমদানির বরাত দিয়েছে কেন্দ্র।