আজ কলকাতায় পেঁয়াজের দর ১৬০ টাকা কেজি! সুফল বাংলা স্টলে মিলছে ৫৯ টাকায়

Ayan Ghoshal Thu, 05 Dec 2019-9:56 am,

অয়ন ঘোষাল: আজ শহরের বাজারে পেঁয়াজের দর ১৬০ টাকা কেজি। গতকাল পেঁয়াজের দাম ছিল ১৪০ টাকা কেজি। ছবি: অয়ন ঘোষাল।

মঙ্গলবার রাতে কলকাতায় পৌঁছেছিল ২১ ট্রাক পেঁয়াজ। বুধবার পাইকারি বাজারে এক বস্তা পেঁয়াজের দাম ছিল ৪,৮০০ টাকা। ছবি: অয়ন ঘোষাল।

বুধবার রাতে কলকাতায় পৌঁছেছে মাত্র ১১ ট্রাক পেঁয়াজ। ফলে রাতারাতি জোগানের অভাবে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ টাকা বেড়ে গিয়েছে। ছবি: অয়ন ঘোষাল।

মানিকতলা বাজারের পর এ বার কাঁকুরগাছি-সহ উত্তর কলকাতার ৫টি বাজারের বিক্রেতারা আপাতত পেঁয়াজ বিক্রি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ছবি: অয়ন ঘোষাল।

এদিকে কাঁকুরগাছির সুফল বাংলা স্টলে সরকারি ভর্তুকির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৯ টাকা কেজি। সুফল বাংলা স্টল থেকে সস্তায় পেঁয়াজ নিতে লম্বা লাইন পড়েছে। ছবি: অয়ন ঘোষাল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link