৩৫ বছরে প্রথমবার তিন অঙ্কের নিচে নামল রেল দুর্ঘটনার সংখ্যা

Sun, 01 Apr 2018-9:01 pm,

রেলের মুকুটে আরও একটা পালক। ৩৫ বছরে এই প্রথম দুর্ঘটনার সংখ্যা কমিয়ে রেকর্ড গড়ল ভারতীয় রেল। 

গত অর্থবর্ষে (২০১৭-২০১৮) দুর্ঘটনায় রাশ টেনতে সক্ষম হল রেল। দুই অঙ্কের মধ্যে থাকল দুর্ঘটনার পরিসংখ্যান।

২০১৭-১৮ আর্থিক বছরে ৩০ মার্চ পর্যন্ত দুর্ঘটনার সংখ্যা ৭৩। ২০১৬-১৭ অর্থবর্ষের নিরিখে ২৯ শতাংশ কম।

২০১৬-১৭ সালে দুর্ঘটনার সংখ্যা ছিল ১০৪। 

১৯৬৮-৬৯ সালে প্রথমবার তিন অঙ্কের ঘরে নেমেছিল রেল দুর্ঘটনা। সে বছর ৯০৮টি দুর্ঘটনা ঘটেছিল। তার আগের আর্থিক বছরে দুর্ঘটনার সংখ্যা ছিল ১,১১১। 

মাঝে ১৯৮০-৮১ সালে ১০১৩টি রেল দুর্ঘটনা নথিভূক্ত হয়েছিল। তার পরের বছর আবার দুর্ঘটনার সংখ্যা কমে দাঁড়ায় ৭৯৭।

রেল মন্ত্রকের দায়িত্বে আসার পর পীযূষ গোয়েল জোর দেন যাত্রী নিরাপত্তায়। আধিকারিকদের কড়া নির্দেশ দেন, ট্রেন দেরি হলেও যাত্রী সুরক্ষার সঙ্গে কোনও আপোস নয়। 

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেন, ''আমরা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছি। রেলকর্মীরাও নিজে থেকে যাতে আমাদের তথ্য দিতে পারেন, তার ব্যবস্থাও করেছি।''  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link