15-18 Year Old Vaccination: কোন টিকা দিতে পারবেন ১৫ থেকে ১৮ বছর বয়সীরা? স্পষ্ট করে জানাল কেন্দ্র

Mon, 27 Dec 2021-8:07 pm,

নিজস্ব প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদন: বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে ভারতে বাড়ছে ওমিক্রন (Omicron) সংক্রমণ। এই পরিস্থিতিতে বড়দিনে দেশবাসীকে বড় উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে ষাটোর্ধ্ব নাগরিক এবং করোনা যোদ্ধাদের (Frontline Warriors) প্রিকশন ডোজ (Precaution Doses) দেওয়ারও কথা জানিয়েছেন।

মোদি (PM Narendra Modi) জানান, নতুন বছরের ৩ জানুয়ারি থেকে দেশজুড়ে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ চালু হবে। ১০ জানুয়ারি থেকে ষাটোর্ধ্ব নাগরিক এবং করোনা যোদ্ধাদের (Frontline Warriors) প্রিকশন ডোজ (Precaution Doses) দেওয়া হবে।

CoWIN-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে প্রিকশন ডোজ (Precaution Doses) নিতে পারবেন ষাটোর্ধ্ব বা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

কেন্দ্র জানিয়েছে, করোনার দ্বিতীয় ডোজ এবং প্রিকশন ডোজের (Precaution Doses) মধ্যে ৯ মাসের ফারাক থাকা প্রয়োজন।

ইতিমধ্য়ে ১২ বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য ভারত বায়োটেকের কোভ্য়াক্সিনকে ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সংস্থা DCGI। 

 

এর আগে Zydus Cadila-র নিডল-ফ্রি ZyCoV-D-কে ১৮ বছরের কম বয়সীদের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছিল DCGI। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link