স্বামীর একাধিক বিয়ে! সম্পত্তিতে কোন স্ত্রীর অধিকার, জানিয়ে দিল আদালত
স্বামীর একাধিক বিয়ে! তা হলে সম্পত্তিতে কোন স্ত্রীর অধিকার সব থেকে বেশি! এই নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এবার এই সমস্যা সমাধানে রায় দিল বম্বে হাইকোর্ট।
বম্বে হাইকোর্ট রায় দিয়েছে, স্বামীর একাধিক বিয়ে থাকলেও তাঁর সম্পত্তিতে অধিকার থাকবে একমাত্র প্রথম পক্ষের স্ত্রীর।
তবে প্রথম ও দ্বিতীয় পক্ষের সন্তানরা বাবার সম্পত্তিতে অধিকারের দাবি জানাতে পারবে। সন্তান না থাকলে একমাত্র প্রথম পক্ষে স্ত্রী স্বামীর সম্পত্তিতে অধিকার পাবেন।
মহারাষ্ট্রের রেলওয়ে পুলিস সুরেশ হটানকর কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তার পরই সুরেশের দ্বিতীয় পক্ষের স্ত্রীর মেয়ে বাবার সম্পত্তির দাবি জানায় আদালতে। এদিন সেই মামলার শুনানি ছিল।
কোভিড ওয়ারিয়র হিসাবে সুরেশ হটানকরের মৃত্যু হওয়ায় রাজ্য সরকারের তরফে তাঁর পরিবার ৬৫ লাখ টাকা পাবে। সেই অর্থের বাটোয়ারা হবে তাঁর প্রথম পক্ষের স্ত্রী ও দ্বিতীয় পক্ষের মেয়ের মধ্যে।