তিনটি নথি দেখাতে পারলেই শরনার্থীরা পাবেন ভারতের নাগরিকত্ব, জানালেন অসমের মন্ত্রী
ভারতীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব বিল নিয়ে যত আতঙ্কই থাক না কেন, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্থান থেকে আগত শরনার্থীদের চিন্তার কোনও কারণ নেই। দাবি করলেন অসমের অর্থমন্ত্রী হিম্নত বিশ্বশর্মা। সংবাদমাধ্যমে তিনি জানান, মাত্র ৩টি নথি দেখাতে পারলেই মিলবে ভারতের নাগরিকত্ব।
হিমন্ত বিশ্বশর্মা বলেন, যাঁরা ধর্মের কারণে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্থান থেকে এসেছেন তাঁরা সেই নথি দেখাতে পারবেন না। কারণ সেই নথি আনতে গেলে সেই দেশে গিয়ে পুলিসের দ্বারস্থ হতে হবে। পুলিস তা দিতে চাইবে না।
বিশ্বশর্মার দাবি, মাত্র ৩টি নথি দেখাতে পারলেই মিলবে ভারতের নাগরিকত্ব।
অসমের মন্ত্রীর মতে, ওই তিন নথি হল-প্রমাণ করতে হবে তিনি ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে এদেশে এসেছিলেন, তিনি হিন্দু-বৌদ্ধ-শিখ-খ্রিষ্টান-পার্সি কিংবা জৈন। তৃতীয়ত তিনি ওই তিন দেশের নাগরিক ছিলেন।
তাহলে বিদেশ থেকে আগত কোনও ব্যক্তি যে ধর্মের কারণে উত্পীড়িত তা প্রমাণ হবে কিভাবে? বিশ্বশর্মার দাবি যেসব শরনার্থী ভারতের নাগরিকত্ব পাবেন তাদের তারা নিজের দেশে অত্যাচারের শিকার হয়েছিলেন কিনা তা তদন্ত করে দেখতে পারে দেশের তদন্তকারী সংস্থা।