চার দশক পরে এই জুলাইয়ের প্রথম সপ্তাহেই নতুন করে খুলে গিয়েছিল Nathu La
চার দশক পরে, ঠিক ঠিক বলতে গেলে ৪৪ বছরের মাথায় ২০০৬ সালের এই জুলাইয়ের প্রথম সপ্তাহে নতুন করে খুলে গিয়েছিল না থুলা পাস।
১৫ বছর আগের সেই ঘটনা প্রকৃত অর্থেই ছিল ঐতিহাসিক। Nathu La হল হিমালয়ের সিল্ক রুট। যা অতীতকাল থেকেই চিন ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে অপরিসীম প্রভাব তৈরি করেছে। এটি বন্ধ হয়ে গিয়েছিল ১৯৬২ সালে।
হিমালয়ের বাতাসতাড়িত ১৪,৫০০ ফুট উচ্চতায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই ঐতিহাসিক উদ্বোধন অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল।
দু'শতক ধরে এই Sino-Indian বর্ডার ছিল দুই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেডিং পয়েন্ট। যা যুদ্ধকালে বন্ধ করে দেওয়া হয়।
তখনই আশা প্রকাশ করা হয়েছিল, এই Himalayan pass দু'দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়কে আরও ঋদ্ধ করবে।
না থুলা ছাড়াও চিনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রচনার আরও দু'টি এরকম পয়েন্ট আছে। একটি হিমাচলের 'শিপকি লা'।
অন্যটি উত্তরাঞ্চলের 'লিপুলেখ পাস'। এটিও খুব প্রখ্যাত পথ। খুব গুরুত্বপূর্ণও।
তখনই ঠিক হয়েছিল, নাথু লা পাসকে কেন্দ্র করে এখানে যে মার্কেট বসবে, তা খুলবে সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে তিনটে।