V-Shaped Top Notch, সঙ্গে রঙের জেল্লা, Oppo F9 দেখলেই মনে হয় কিনি কিনি

Tue, 21 Aug 2018-3:26 pm,

ভারতে লঞ্চ হল Oppo-র লেটেস্ট স্মার্টফোন Oppo F9 ও Oppo F9 Pro. শুধুমাত্র RAM-এর তারতম্য ছাড়া ফোনদু'টিতে তেমন কোনও ফারাক নেই। ওপো এফ ৯-এ রয়েছে ৪ জিবি RAM. F9 Pro-তে রয়েছে ৬ জিবি। ফোনদু'টিতে রয়েছে ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যা দিয়ে তোলা যায় HDR-ও। এছাড়া রয়েছে V-নচ ডিসপ্লে। 

গত ১৫ অগাস্ট ভিয়েতনামে F9 লঞ্চ করেছিল Oppo। তখনই ফাঁস হয়ে গিয়েছিল এর স্পেসিফিকেশন। জানা গিয়েছিল ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা ও মিডিয়াটেক চিপসেট। হলও তাই। এছাড়া দু'টি ফোনেই রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিউটি টেকনোলজি ২.১। সঙ্গে রয়েছে গুগল লেন্সের সাপোর্ট। 

ডুয়াল সিম Oppo F9-এ রয়েছে অ্যান্ডরয়েড ৮.১ অপারেটিং সিস্টেম। রয়েছে ৬.৩ ইঞ্চি Full HD+ ডিসপ্লে। ফোনের Mediatek Helio P60 চিপসেটটি ২.০ গিগাহার্তজে ক্লক করা। 

ফোনটির পিছনে রয়েছে ডুয়ার ক্যামেরা সেট আপ। যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেল f/1.8. সেকেন্ডারি ক্যামেরাটি ২ মেগাপিস্কেলের। ফোনটি দিয়ে ১২০ fps 720p ভিডিও তোলা যায়। 

Oppo F9 Pro-তে রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। যা মাইক্রো এসডি দিয়ে ২৫৬ জিবি পর্যন্ত বাজানো সম্ভব। ফোনদু'টিতে রয়েছে ৩৫০০ mAh ব্যাটারি। যা VOOC ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। 

ভারতে Oppo F9-এর দাম রাখা হয়েছে ১৯,৯৯০ টাকা। Oppo F9 Pro-এর দাম ২৩,৯৯০ টাকা। সানরাইজ রেড, টোয়াইলাইট ব্লু ও স্টারি পার্পল রঙে পাওয়া যাবে ফোনদু'টি। Flipkart, Amazon ও PayTM-এ পাওয়া যাবে এই ফোন। পাওয়া যাবে দোকানেও। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link