আত্মপক্ষ সমর্থনে বিরোধীদের বক্তব্য হাতিয়ার করল পাকিস্তান
পুলওয়ামা হামলার ঘটনা নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছিল বিরোধীরা। বৃহস্পতিবার বিরোধীদের সেই দাবি নিয়েই পাল্টা দিলেন নরেন্দ্র মোদী। বললেন, বিরোধীদের বক্তব্য ব্যবহার করছে পাকিস্তানি সংবাদমাধ্যমও।
ঠিক কি ঘটেছিল? লোকসভা ভোটের আগে কংগ্রেস-সহ বিভিন্ন আঞ্চলিক দল একমঞ্চে সামিল হয়েছে। ২১টি দলের মহাজোটে বিরোধী দলগুলি একটি বৈঠকে বসেছিল। ওই বৈঠকেই সেনাবাহিনীর আত্মত্যাগ নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছিলেন তাঁরা।
বৈঠক শেষে রাহুল গান্ধী বলেছিলেন, রাজনীতির বাইরে রাখা উচিত জাতীয় নিরাপত্তা। বিরোধী দলগুলি মনে করছে, সর্বদলীয় বৈঠক না ডেকে ঠিক করেননি নরেন্দ্র মোদী।
আর বিরোধীদের এমন মন্তব্যই হাতিয়ার করে পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান। তারা প্রতিবেদন করে, 'নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাজনীতি করছেন মোদী, ক্ষোভ উগরে দিল বিরোধী দলগুলি'
পাক প্রধানমন্ত্রী ইমরানও হাতিয়ার করেছেন বিরোধীদের বক্তব্য। তিনি বলেছিলেন, ''ভারতে নির্বাচনে নিকটে আসায় আগ্রাসী হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী''।