Farm Laws বাতিলের দাবিতে সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ, ভিতরেও তুমুল হট্টগোল

Thu, 22 Jul 2021-1:15 pm,

নিজস্ব প্রতিবেদন: তিন কৃষি আইন বাতিলের দাবিতে এককাট্টা বিরোধীরা। সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদের ঝড় তুলতে চাইছেন তাঁরা। সেই লক্ষ্যে বৃহস্পতিবার গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করলেন কংগ্রেস সাংসদরা

কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী। এছাড়া ছিলেন রাহুল গান্ধী, গৌরব গগৌ-সহ অন্যান্য কংগ্রেস সাংসদরা।

কেবল কংগ্রেস নয়, অকালি দলের তরফেও বিক্ষোভ দেখানো হয়। কৃষি আইন বাতিলের দাবিতে সংসদ থেকে কিছুটা দূরে যন্তর মন্তরে বিক্ষোভে কৃষক সংগঠনগুলো। একই সঙ্গে সংসদের অন্দরেও সরব হতে প্রস্তুত বিরোধীরা।

কৃষক বিক্ষোভ নিয়ে সংসদের ২৬৭ রুল অনুযায়ী Suspension of Business নোটিস দেন দুই কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা এবং প্রতাপ সিং বাজওয়া। এছাড়া Pegasus ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারিও। 

বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরু হতেই সরব হয় বিরোধীরা। Pegasus ইস্যু এবং কৃষক আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলো।

চরম হট্টগোলের কারণে দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা ও লোকসভা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link