জারি গেরুয়া সতর্কতা, অতি ভারী বৃষ্টিতে ভাসতে পারে ৫ জেলা, জানাল আবহাওয়া দফতর
নিজস্ব প্রতিবেদন : উত্তর ভাসবে। দক্ষিণে বৃষ্টি কম। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
উত্তরবঙ্গের ৫ জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে জারি করা হয়েছে গেরুয়া সতর্কবার্তা।
তবে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে হাওয়া অফিস।