Osama bin Laden: লাদেন পরিবারের প্রাসাদের বিক্রয়মূল্য কয়েক কোটি ডলার, কেমন দেখতে সেই সম্পত্তি?

Fri, 27 Aug 2021-6:43 pm,

বিশ্বের কুখ্যাত জঙ্গির তালিকায় যার নাম সেই ওসামা বিন লাদেনের ভাইয়ের সম্পত্তি দেখলে তাজ্জব বনে যেতে হয়। ১৯৮৩ সালে কেনা সেই সম্পত্তির দাম আজ প্রায় কয়েক কোটি ডলার। 

যদিও সেই সম্পত্তি কিন্তু আজ পরিত্যক্ত। তাই দামও কমেছে অনেকটা। চার দশক পরও সেই মেডিটেরিয়ান ভিলা স্টাইলের সেই প্রাসাদের দাম আকাশছোঁয়া।

 

৯/১১ এর সেই কুখ্যাত হামলার পর থেকে এই বাড়ি ছেড়েছে লাদেন পরিবার। আইনি কাগজে দরজায় ঝোলানো রয়েছে- 'বাড়ির যিনি মালিক তিনি প্রায় ২০ বছর ধরে এখানে থাকেন না।" 

আর ঠিক সেই কারণেই এই প্রাসাদের যা দাম হওয়ার কথা তার চেয়ে অনেক কম দাম। জানা গিয়েছে, কেবল 'জমির মূল্য' ধরে এই সম্পত্তির বিক্রি হতে পারে। বাড়ির মূল্য অর্থহীন হয়ে দাঁড়িয়েছে।

জনপ্রিয় বেল এয়ার অঞ্চলের এই বাড়িটই আগাগোড়াই ছিল নজরকাড়া। ৭ হাজার ১০০ স্কোয়ার ফিট বাড়ির আয়তন। আর জমির আয়তন প্রায় ২ একর।

 

গোটা বাড়িতে রয়েছে সাতটি বেড্রুম, ৫টি বাথরুম এবং অত্যাধুনিক জিনিষপত্র। রয়েছে বাড়ি সংলগ্ন পুল। পিঙ্ক রঙের এই প্রাসাদে রয়েছে দুটো রোলস রয়েস এবং একটি ল্যাম্বরগিনিও।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link